শ্রম নাহি দিয় তুলে শিশুদের কাঁধে
দিয় তুলে বই-খাতা শিশুদের হাতে
শিশুরা নিষ্পাপ বুঝে কি কাজের ধাপ?
বড়রা বুঝেও না বুঝার করে ভাজ,
ভাজে-ভাজে শিশু নিয়ে শ্রম দেয় কাঁধে–
তুলে (টাকা–পয়সার লোভ দেখে বাবা-
মা হয় দিশে) শিশুদের কাজে দিয়ে বে–
বলে কেঁদে উঠে, মোর খোকা গেলো চলে?

“অবুজরে কি বুঝাইলে হইবে বুঝ ?
জ্ঞান ভাণ্ডে থাকিতে হবে জ্ঞান সমৃদ্ধ”
সবাইকে–সবাই ভালোবাসিবো ভাই
শিশু শ্রম না দিয়ে,পড়া–লেখা শিখাই।
শিশুদের জীবন ফুলের-চে সুন্দর
সুশিক্ষা নিয়ে যায়, সু-সুন্দর জীবন।


সনেট।
শেক্সপিয়ার বা মাইকেলের পদ্ধতির সনেট না এটা আমার নিজের মত করে লেখা সনেট।