চলে যাবো আমি,চলে যাবো
এপার ছেড়ে,ওপারে
সঙ্গহীন দলে
কিছু কথা লিখে যাবো ডায়েরীতে।
আমি কি মানুষ, মানুষের প্রতিচ্ছবি?
আমার ভিতর নেই ভালোবাসা?
নেই প্রেম,স্বপ্ন,আশা?
আমি রূপকথার সাজে বলে যাই কথা
ভালোবাসি তোমায়
তাই তুমি সত্যটা বুঝ নাই?
ভালোবাসি তোমায় বলে যাই আবার
কারন বড্ড ভালোবাসি তোমায় ।।