যে পথের ধুলায় মিশে আছে রক্ত, ঘাম, প্রেম
সে পথে পাপ ছড়িয়ে দিতেছে পাপীরা দল বেঁধে
আধাশিক্ষিতরা পথে কাঁটা দিয়েছে মেলে
সব নাকি তারা দখল করেছে লাল-নীল চোখে।
যে সমাজে শিক্ষিত ছিলো, দ্রোহীর হুংকার
সে সমাজে জবরদস্তি করছে অশিক্ষিতরা
নষ্ট করে দিয়েছে সমাজ, বিচার, সত্যতা, সততা
জোর করে নিজেকে বিচারপতি বানায়।
যে স্কুলে শিক্ষক ছিলো সূর্যের মত উদিয়মান
সে স্কুলে অশিক্ষিত শিক্ষক ভরে আছে
কচিকাচা শিক্ষার্থীদের বানাচ্ছে অশিক্ষিত
সমস্যা কি সরকারি আমলা টাকা নিচ্ছে।
যে ঘরে আগে মাতাব্বর ছিলো বড় কর্তা
সে ঘরে আজ শাসন করছে কোমল গিন্নি
ঘরের কাজ করছে বেটা—নারীর মত করে
নারী বাহির ঘুরে, পুরুষের লাগাম পড়ে।
সমাজ এখন আধাশিক্ষিতদের হাতেই জব্ধ
মূর্খদের এলোমেলো কথায় গোটা সমাজ ধবংস
হয়ে যায়। সংসার ভেঙে যায়। মৃত্যু হয়_প্রেম
মরে ঝরে পরে মৃত্তিকায়; আলো নিবে যায়।
নিজেরাও মরে অন্যদেরকেও মারে—জিহাদ
পরিকল্পিত হামলা মস্তিষ্কের উপরে; গোলাবারুদ
ধবংস করে দেয় সত্য শিক্ষার সাদা নকশা,
নীলনকশা একে যায় আধাশিক্ষিত— মূর্খ।