সে মোরে করেছে ধন্য- বড় কৃতজ্ঞ
আমি তাহার তরে দেখেছি বটবৃক্ষ
তাহারও মনুষ্যত্ব লয়ে আমি অজ্ঞ।
মুখে হাসি নিয়ে,সুখ বিলায়ে সবারে
সে সুখ রুদ্ধ নহে উড়াইয়া বাসাতে
আমারও হাতে-হাত মনুষ্যত্ব ঝরে।
সে সুর দিয়ে দূরে-দূর থেকে ডাকে
হৃদয় মেলিয়া ভালোবাসা ছুয়ে
হেসে-হেসে গেয়ে সাহায্য রয়েছে বুকে।
_সাহায্যের হাত, স্বপ্নের রাজা।