জীবন তোমার জীবিকাতে কাটছে সময় বেলা?
কোন পথেতে করছো রোজগার
কোন পথেতে হাঁটো
হারাম হালাল মানছো কি না?
নাকি খাছছো সুদের খাবার?
হারাম পথে খাবার অনেক খেতে ভালোবাসো?
হালাল অল্প তৃপ্তি মিটায়
স্রষ্টায় ভালোবাসো
সৃষ্টি ভালোবাসো।
ভাবছো তুমি অনেক ধনি হবে এই ধরায়
রবের কাছে প্রার্থনাতে কাঁদো বৃষ্টি ধারায়।
সুদের ঘরে টাকা এনে, ঘুষের চাকরি করে
খাচ্ছটা কি ভাত মাংস, ঈক্ষণে ছানি পড়ে।
ব্যাবসা করা হালাল রুজি বলেছেন বিশ্ব নবী
ব্যাবসাতে আজ হারাম অর্থ দেখছে বিশ্ব ছবি।
তোমার টাকার মূল্য নাহি, মূল্য নাহি তোমার
চোকলেট বেচা ক্ষুদ্র মানুষ মূল্য বেশি তাহার।