ঘুম-নির্ঘুম, স্বপ্ন স্মরণে রাত
আঁধারে ভয়, আলোর ক্ষয়,
ছবির ভিতরে রঙ-এলোমেলো,
আমিও ছবি তুমি মানুষের মত।
রঙের মত মানুষের মন, মানুষ কত
রঙ বদলে-বদলে অমানুষ মানুষের মত।
বাহিরে খোঁজ, ভিতরে অমত ৷৷
বিবেকও জানে ভয়-অভয়,
মিছে সত্যের ছয়-নয়।
সাপের খোলস বদলালেও
রূপের ভিন্নতা হয় না_
সাপ-সাপই থাকে, বিষধর।
নজরে-নজর খারাপের উপর
ভালো সামাজিক ধূসর।
কোথাও মানবতা নেই!
মানবতা নেই মনুষ্যত্ব পুড়ে ছাই।
কানের কাছে ফিসফিস
চোখে রাগ, সত্য বলিস?
মিথ্যে কথার হাসি, সত্যের বলি?
অপরাধী হয় বন্ধু, মিথ্যে ভয়ে চলি?
সমাজ আমার, আমি অপরাধী
আমি দোষী, সমাজবিরোধী?