রক্ত চুষার কালো মানুষ, রক্ত চুষে যায়
রক্ত স্বাদের মানুষ গুলি চিবায়-চিবায় খায়।
যেমন-তেমন রক্ত চুষে, রক্ত শুধু চায়
গরিব দুঃখীর রক্ত চুষে, কিমজাটা পায়?
জুলুম, অবিচার, দুর্নীতি, কালো টাকা খায়
রক্ত চুষা, রক্ত চুষে, গরিব-দুঃখীর হায়?
ঘামের শরীর রিক্সা চালায়, সত্যের আশায়
কালো টাকার ভক্ত যারা, ঘুমায় রক্তের ছায়ায়।
কালো টাকার মুখোশধারী রক্ত চুষে যায়
সত্য মানুষ না খেয়ে সব, মরার চোখে চায়।
ডাল-ভাতেতে জীবন কাটে, চাকরি নাহি পায়
তাদের সাথে দুর্নীতিতে হাড় চিবে খায়।
আশা-আশা ভালোবাসা একটু খানি চায়
রক্ত চুষা, কালো টাকা সত্য মানুষ খায়।
টাকার লোভে মানুষ যখন হিংস্র হয়ে যায়
ভালোবাসা, সত্য-সাচা মৃত্তিকাতে লুকায়।