রক্ত বেচে কি তিন বেলার ভাত জুটবে?
রক্ত শুকিয়ে গেলে কি জীবন বাঁচবে?
পানির অভাবে রক্তের দাম খুবি সস্তা,
কত ব্যাগ লাগবে ঘামে মিশ্রিত রক্ত?
আমাকে শুধু ভাত ভিক্ষে দেও,
আমি রক্তের ক্যানভাস এঁকে দিব, বাংলার বুকে।
কত রক্ত চাই তোমাদের?
আমি দিব শুধু আমাকে ভাত ভিক্ষা দেও।
বুকের তাজা রক্ত চুষে নেও, ভয় নেই,
আমার শরীরে ক্যান্সার নেই,
আমি খেঁটে খাওয়া মানুষ, হারাম খোর নহে।
হয়তো ভিক্ষার হাত লজ্জায়
লাল রক্তে পরাজয়ের দাগ কেটে আছে,
তবুও আমি সত্যের পূজারী,
রক্ত বেচে কি তিন বেলার ভাত জুটবে?
যদিও আমি নর্দমার পোকাদের আবিস্কারক,
নর্দমার পোকাদের নিয়ে বহু সুত্র আবিস্কার করেছি,
তবুও আমি অপ্রকাশ্য বিজ্ঞানী।
কারণ আমার বাস নর্দমার পাড়েই?
আমি পানির স্বাদ বুঝি, রক্তের চেয়ে দামি,
তাইতো আমি রক্ত বিক্রি করে দিব,
তবে কি তিন বেলার ভাত জুটবে?
কুকুরের সাথে শুয়ে গল্প করতে করতে,
অনেক কিছু জানলাম,
সত্যি কুকুরের সাথে মানুষের তুলনা করাটা ভ্রান্তি,
কারণ মানুষের থেকে কুকুর বেশি নির্দোষ,
কুকুরের কোন হিংসা নেই, অহংকার নেই,
যত সব মানুষের মাঝে, মানুষের রক্তে।
আমি রক্ত বেচেক দিব,
তবে কি তিন বেলার ভাত জুটবে?