তোমায় ভালবাসতে- বাসতে;
আমি আমাকে ভুলে গেছি বারংবার !
আমার আমাতে শুধু তুমি;
আমার শরীরেও তোমার শরীর- নিষ্পাপ,
হৃদয়ে - হৃদয়, গহীন চোখের ভালোবাসা,
ঠোঁটের সাথে ঠোঁট অদৃশ্য নিঃশ্বাস !
দূরের সিংহাসনে মায়াবীর ঘ্রাণ- বিশ্বাস ।
আমার মনে তুমি রাজকুমার
তোমার পাশে আমি যাঁহাই হই ।
আমার স্বপ্ন নিঃশব্দ,
তুমি আসবে ঘোড়ায় চড়ে ধূলিবালি উড়িয়ে,
ঘুমন্ত নিঃশ্বাসের সাথে নিঃশ্বাস মিশিয়ে,
আমার ঘামে মিশে থাকা তোমার ঘাম,
শীতল হয়ে যাওয়া স্বপ্নের ঘর
তোমার আনাগোনা বিবর ।
লাল শাড়ি পরে, নববধূ সেজে, পালকী চড়ে
যাবো তোমার বাড়ি - বাসরে !
আমি ঘরণী হতে চাই সাদা-মাটা,তোমার ঘরণী ।।
সত্যের শরীর দিতে চাই বলি
তোমার হাতে সাজ আঁক ফুল কলি ।
নরম হাতে শরীরে লজ্জা লাগে, লাজ খুলে,
সইতে পারিনা নীরব নিশিতে, আলো দিলে ।
তুমি হলে রাজকুমার, আমার স্বপ্নের ঘরে
আমি যাহাঁই হই তোমার পাশে, নির্জরে ।
প্রেমিকার আত্মবিলাপ