মাটির সাথে মিশে যাবো এ মিশার শেষ হবে না।
দেখা হবে না আর দেখা হবে না।
কথা হবে না আর কথা হবে না।
দেওয়া নেওয়ার বিশ্বাস আর রবে না।
যে ঘরে ঘুমিয়ে রবো সে ঘরে কেউ রবে না।
কেউ আর খবর নিবে না,খবর দিবে না।
মায়ার ঘরে আসিবে ফিরে অন্য জনে।
সে জনে হাসিবে-ভাবিবে নতুন দিনে।
পুরনো দিনের খবর নাহি আর,পুরনো আয়নায়।।
মুখ ফিরে দেখেনা পিছু, কিছু অজানা।
যে ঘরে জমানো স্মৃতি ধূলো মাখানো।
সে ঘর আজ ধুয়েমুছে রয়েছে সাজানো।।
দেহ নেই বলে আত্নার খবর রয়েছে অজানা।
আমি রয়েছি ধূলোজিমা পুরনো আয়না।
দেখা হবে না আর কথা হবে না।
মাটির ঘরে রয়েছে আমার দেহ খানা।