নর্দমার পোকারা আমার গবেষণার প্রথম আবিষ্কার
তাহাদের আর্ত চিৎকার কানে এসে লাগে,
যাতনার বাক্য দমকা হাওয়ায় উড়ে বহু যোগে যোগে।
তাঁহাদের চোখের জল সাদা বলে
রক্তের কোন দাম নেই, তুচ্ছ ময়লার কোলে।


আমাদের বর্যে যাঁহাদের জন্ম
তাহাদের করি ঘৃণা, ছিঃ ছিঃ?
ভাবতেই লজ্জা লাগে আমারা নাকি মানুষ?
জন্মের স্বাদ ভুলে যাই, আনমনে অজন্ম।

আমাদের প্রাণ উড়ে মাছ মারা চিলের মত!
শুঁকুনের ভাবনা প্রাণি মরার ইচ্ছে যত।


নর্দমার পোকারা যতই চিৎকার করে
তাঁহাদের চিৎকার নর্দমার পাড়েই গড়াগড়ি করে।
ক্লান্তি শেষে চোখ বুজে মাটির সাথে মিশে যায়!
তাঁহারাই আমাদের প্রতিচ্ছবি, দেখ খুলে আঁখি_
কান পেতে  শোনো দূর থেকে কে যেন ডাকে,
আমার-তোমার প্রতিচ্ছবি,আড়ালে অন্ধকার,নেই আঁখি?