কানামাছি খেলতে খেলতে, হারিয়ে গেছি,
তোমার থেকে অনেক দূরে,
স্বপ্ন দেখতে দেখতে আলো নিবে গেছে,
অস্থিরতায় ভোর ,তোমার থেকে আলাদা।