ডাকছে পাখি নিজের ভাষায়
      নিজের মত করে
  কথা গুলো খুব পরিচিত
      রুদ্ধ খাঁচার তরে।

মানুষ যেমন কথা বলে
   পাখিও তেমন কহে
বেশ সুরেতে ডাকছে পাখি
    নিজের ভাষা বহে।

ছোট্ট খাঁচায় বন্ধি পাখি
    যুদ্ধ করে নিজে
সঙ্গী সাথী আকাশ উড়ে
   রৌদ্র বৃষ্টি ভিজে।

পাখিটি আজ পোষ মেনেছে
    রয়েছে মানুষ সাথে
একটি মেয়ে সঙ্গী পাখির
    সাথে থেকে মাতে।

খাঁচায় পাখি মন বাজারে
    মন রয়েছে মরে
উড়ার পাখি উড়ে নাকো
   পালক ঝরে পড়ে।

আকাশ চেয়ে নিরিবিলি
   থাকে খানিক চুপ
মনমরা বেশ খাঁচার পাখি
   চোখ ভুজেছে খোপ।

পাখিটির বাসা বারান্দাতে
  রয়েছে ঝুলানো ফিকে
আকাশ চেয়ে ডাকে পাখি
    উড়তে চাহে শখে।

অবুঝ পাখি পোষ মেনেছে
       আলাভোলা হয়ে
কি যেনো সব আবোলতাবোল
      বলছে কথা নুয়ে।  
    
মেয়েটি যখন থাকেনা ঘরে
     পাখিটি রয় ঘুমে
মেয়েটির কথা শুনলে পাখি
     কথায় কহে চুমে।


রচনা, মোহাম্মদপুর, ঢাকা
লিমিটেড—২, ব্রিজে বসে লেখা।