যত দিন যাবে, যত শত দিন, কালে-কাল
আলো নিবে যাবে, যবে পড়ন্ত বিকেল।
খেলা ঘরে মন, কত খেলা, বেলা-অবেলা
আজি দিন আমার নহে, আমি ভ্যাবলা।
ঠেঁলে-ঠেঁলে রথ, মরীচিকার বদ্ধ ঘরে
দেহে-দ্রোহ স্তব্দ জেদ, চক্ষু মরে-ঝরে
ভুলে গেছি ঘর, চলি দলবল, সুখ-সুখে
মরি-মরি, কে হবে সঙ্গি, ধরে চেপে বুকে?
আজি দিন আমার নহে, আমি কাঁদি-কাঁদি!
চলে যাব আজ পড়ন্ত বিকেল, দেহ বাঁধি।
আমার নাহি কিছু, আমি মিথ্যে দামি!
সময় আমার ক্ষয়, ওপারের যাত্রাগামি।
এখানে আমার ফসল কিছু আমার নহে,
আমি-আমার তাও ধার, ভিক্ষা বহে।
চোখ কাঁদে, বুক পাটে, কি নিব সাথে?
দেহ-মন বিচ্ছিন্ন যাবে, নিরবে কথা গাঁথে।
এখানে ঘর আমার নহে, মাটিতে বিচানা উজ্জ্বল
সবি বল, কোলাহল, চলে যাব পড়ন্ত বিকেল।