চার দিকে এত ময়লা ,দুষিত হচ্ছে দেশ
ময়লার জন্য হাটা যায় না, ময়লার নাহি শেষ
বাতাসে গন্ধ ছড়িয়ে পড়চ্ছে,নিশ্বাসের সাথে মিশে
অসুস্থতায় ভোগছে মানুষ, মানুষ নাহি হাসে।
ময়লার স্তুপ ফেলছে কারা,আমরা নাকি মানুষ
মানুষ যদি হতাম আমরা,থাকিত একটু হুঁশ
যেখানে সেখানে ময়লার স্তুপ,করছি আমরা মানুষ
আবার গন্ধ পেলে ছি ছি, নাক টিপে রাখি হুঁশ।
দেশ আমাদের,সোনার দেশ,ময়লার হবে শেষ
নিজের সার্থে, দেশ পরিস্কার রাখবো আমরা বেশ
ময়লা দিয়ে দেশ দুষিত,দেশ করবোনা আর শেষ
সবার মাঝে বিবেক খোল,কর পরিস্কারের পেশ।