হে নারী, তোমার সম্মান সৃষ্টির শ্রেষ্ঠ
নারী তুমি মা,সন্তানের বেহেস্ত
তুমি কোমল,মায়া, বিশ্বস্ত মুখ
ভালোবাসা, আদর,মন্তর পুস্ত।
হে নারী,পর্দা তোমার সম্মানের বিশালী
বজে দৃষ্টির দিশারী নিষ্ক্রান্ত অবুঝ প্রাণ
তুমি হাঁট সে পথে যে পথে মা ফাতেমা
নারী তুমি শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ তোমার সম্মান ।
হে নারী, তুমি ঘরনী, তুমি ধরনী
তুমি সম্মান–পর্দা ঢাক শরীরে
ইসলামের অনুসারী হও–বিশ্বাসী
তুমি সাজ গোপনে– নীরব কন্ঠস্বরে।