পরানের সাথে পরান মেখেছি
রেখেছি যতনে স্মৃতি
তোর স্মৃতিতে গেঁথে রেখেছি
শিশু- কিশোর, যৌবন প্রীতি ।
তোর মনেতে মন বেঁধেছি
আমার মনে তুই
তোর চোখেতে চোখ রেখেছি
সুখের আশে রই ।
গ্রাম রূপেতে ডুব দিয়েছি
সবুজ ঘাসে শুয়ে
দু'জন মিলে গ্রাম ঘুরেছি
গ্রাম্য ছেলে হয়ে ।
গাছ গাছালি পাখির সাথে
কথা হত রোজ
রোজ বিকেলে পাখির সাথে
সন্ধায় নিতাম খোঁজ ।
পড়া- লেখায় মন ছিলোনা
স্কুল দিতাম ফাঁকি
ঘুড়ি নিয়ে কত বায়না
মায়ের দূরে থাকি ।
পরান বন্ধু ভালো থাকিস
থাকিস যত দূরে
তোরই জন্য প্রার্থনা- আশিস
লিখে গেলাম সুরে ।