গাহিয়া গান আমি সবাইরে শুনাই,
ভাবিয়া কোন দিন করিনাই বড়াই।
সবাইর দুঃখে আমি ছুটিয়া–দড়াই,
আমার দুঃখে কি আসিবে কেউ-হে ভাই?
শুনো মানব, শুনো হে সব জাতি-ভাই
কারো কি আছে সাধ্য দখলি এ জগত?
“আমি মাটির মানব ,সৃষ্টি খোদার–হাঁ,
জগতে আসিয়া,কূল–দু’কূল হারাই”


অট্টলিকা আর টাকায়,জীবন কাটে?
কাটবে কয়দিন সুখের জীবন–হে____।
খোদার সৃষ্টি,খোপের দৃষ্টি,ভালো দৃষ্টি,
হে মানব যদি করো সু-জীবন সৃষ্টি।
সুখে-দুখে জীবন কাটাও এ জগতে
পরকালের কথা মাথায় লইয় হে ____।


সনেট।
শেক্সপিয়ার বা মাইকেলের পদ্ধতির সনেট না এটা আমার নিজের মত করে লেখা সনেট।