কিছুক্ষণ আগেও ওরা হেসে ছিল,
গল্প–আড্ডায় মেতে ছিল,
অন্য দিনের মত আজও বাসায় ফিরবে–
কাঁধে ব্যাগ ঝুলিয়ে
তখনও কলেজ রোডে দাঁড়িয়েছিল।
হঠাৎ,
একটি বাস এসে সাদা পোশাক লাল করে দেয়
রক্তাক্ত শরীর–
মুহূর্তে কয়েকটি দেহ স্তব্ধ হয়ে যায়।
আর প্রিয় মানুষ গুলোর বিরহের চিৎকারে
আল্লাহর আরশ কেঁপে উঠে।
এক ঝাঁক পাখির উপরে দানবের হানা
মানুষ রূপি অমানুষ গুলি দিনের পর দিন
কত প্রাণ কালো চাকায় পিসে মেরে ফেলে।
তখনও ছেলেটির চোখ পৃথিবী দেখেছিল
এখন শুধু আর্তনাদ, চার দিকে কষ্টের চিৎকার
হাজার–হাজার বন্ধুর চোখে জল, বেদনার।