আমি অবহেলিত বিশংশতাব্দীর মর্মহতযুদ্ধা,
পরাজয়ের পর পরাজয়, কাঁদে–সত্যের পরাজয়।
মিথ্যেরা সব গ্রাস করে, সত্যের চারি পাশে
মিথ্যের সাথে মিথ্যের আলিঙ্গণ অমানুষ হাসে।
মিথ্যের গোলাবারুদ এসে ঝাঝড়া করে দেয় বুক
তিলে–তিলে গড়া সত্য ভালোবাসার তাজমহল।
অমিমাংশ ভালোবাসার কবর পুকুরের পূর্বপাশে
ধূলোয় মাখানো অশ্রুজল সবুজ ঘাস ভিজে আছে।
নির্জন যুদ্ধা হয়ে শুয়ে আছি তোমার থেকে বহু দূরে
যেখানে মিথ্যেরা শুকনো পাতার মত রয়েছে মরে।
  
তুমি থাকো মিথ্যের ছায়া তলে,অমানুষদের সাথে
অপূর্ব দেহ অবিনশ্বর নহে!মরনের মালা অদৃশ্য গাঁথে।
চামড়া দুমড়ে মুচড়ে যাবে, রুক্ষ শুষ্ক মায়াবী মুখ
ভালোবাসারা তখন ফিরে যাবে, মিথ্যের চোখ।
তখনও একটু চেষ্টা করে দেখ সত্যের সাথে থাকতে
সত্যের আলিঙ্গণে অফুরন্ত পাপ শেষ করতে।
তোমার পাপ এতটুকু,যতটুকু আমায় মিথ্যে ভাবতে  
সত্য ভালোবাসা মিথ্যের দামে বিক্রি করতে।
অভিশপ্ত মিথ্যে তোমার দুয়ারে করে খেলা
ভালোবাসার পরাজয়, সত্য কাঁদে পড়ন্ত বেলা।