অনেক দিন আগের দাগ কাঁটা একটি মনের অভিশাপ
আজও পিছু ছাড়েনি_
বিষাক্ত অভিশাপের দারু
জীবনের ভাঙ্গন।
প্রতিটি ধাপে কালো আঁধারের কালি
রঙ্গিন দিনের ঝলসানো বালি।
চোখে মুখে অভিশাপের চাপ
কবেকার অবহেলিত প্রণয়
মাথা তুলে দাঁড়িয়েছে অভিশাপ।
কে তুমি,কোন কালের অভিশাপ?
অতীতের পাপের পাল্লা কি বড্ড ভার?
এ কাল-সে কাল,কিসের কাল?
দু'হাতে আমার রাশি ফল।
দুঃখ আছে ও মশাই;
পাপের পাল্লা বড্ড বারাই
অভিশাপ তো দেখি রেখায়
অনেক দিন আগের দাগ কাঁটা বিষণ্ণ প্রণয়।
গণকের কাছে;
আমি বৃশ্চিক রাশির জনক
ধাপে ধাপে বেদুঈনদের বাহক
পদতলে কাটার পাবক
পথভ্রষ্ট রুক্ষের দৃষ্টি মাদক।
আজ আমি মত্ত,ক্যান্সারের অনু বিষাক্ত লয়ে
চার দিকে আঁধার,আলোর ক্ষয়ে
জীবন–যৌবনা দিলাম তারে
কালো ধোঁয়া সিদ্ধির দারে।
চিন্তা আমার চির আন্ধার
অতীতের অভিশাপ,একালে সরদার।
অভিশপ্ত জীবনে বিষাক্ত মন
এ কালের প্রণয় আমার বাঁধলো ক্ষণ।
সংক্ষেপিত