দূর থেকে দূরে, কিংবা অদূরে
এখান থেকে দেখা যাওয়া ঐ ঘরে_
ঠাঁই নাই মোর ঠাঁই নাই;
ঘুরি দ্বার থেকে দ্বার; কূল নাই।
ঘর কোথায়, খোঁজে খোঁজে যাই,
অবণীর তরে কিছুই নাই-দাপাই।
ঈশ্বরের চোখে চেয়ে থাকি, বিস্মিত চোখে!
তুমি সবি জান! কি আছে মনে?
কি খেলা-খেলাতে চাও আমাকে দিয়ে
আমি তোমার অবুঝ বান্দা, সব দেও-নিয়ে।
যবে থেকে বুঝি কি মোর নিয়তি?
সে থেকে তোমার নামে হাত তুলি।
কি নামে ডাকিবো তোমায়?
ঈশ্বর, খোদা নাকি প্রভু, আল্লাহ?
যে নামে ডাকি, তুমি সব শুনো-হে মহান আল্লাহ।
আমি যে যাযাবর, নাহি আলয়,
ঠাঁই দিও মোরে তোমার জান্নাত আঙিনায়।