আমার স্বর্গ ছুঁয়া প্রেম
নরকের পদতলে মিশিয়ে দিলে
সত্যের পরাজয়,মিথ্যের দাম?
অন্ধকারে পথ চলা
উড়ো চিঠির আত্ম চিৎকার,না বলা কথা।
মিশে যাওয়া আকাশ
দুর্স্বপ্নের বিরক্ত আবাস।
নির্ঘুম রাত,একলা ছাদ
স্মৃতির সন্ধানে আপদ।
চোখের দৃষ্টি,মায়া মুখ
জল নেই চোখে,অশেষ দুঃখ।
পাশাপাশি হেঁটে চলা
আঙ্গুলে-আঙ্গুলের স্পর্শতা
আজ আর নেই,নেই তোমার চঞ্চলা।
তুমি চলে গেলে মিথ্যে
আমায় অন্ধকারে ঠেঁলে
আমি অন্ধকারে,আমায় নরক খেলে।