অজ্ঞাত মন বিধস্ত, গঙ্গার পাড়ে গলিত দেহে
পরজীব বিকৃত গল্পের নকশা আঁকে।
গঙ্গার জলে বেসে আসা অজ্ঞাত মনের
খবর অমিমাংশই থেকে যায়,বছরের পর বছর।
সন্ধানীর বিচক্ষণতার নীরবতা_
মৎস কন্যা নৃশংসতার আদি স্বাক্ষী
অজ্ঞাত মনের মর্মান্তিক সংঘাতের।
কার উঠোনে লাশ, অজ্ঞাত মন,
কাঁদে;
অজানা লাশের মুখ চেনা যায় না
বিকৃত; গলিত দেহ বোঝা,
কারো খবর নেই, কেউ আসে না_
অতিষ্ঠ।
কার স্বজন সে, কে নিবে সংসারে
কত দূর থেকে বেসে আসা লাশ
চোখ এখনও কথা বলে
লাশের গন্ধ-এলোমেলো
কেউ আসেনা কাছে,পাশে
অজ্ঞাত মন গঙ্গার জলে বাসে।