ভুলের সাথে আমরা মানুষ, রয়েছি কত ভুলে
শিক্ষিত হয়ে মূর্খতার কর্মের চত্তে ছলে বলে।
কত জনে কত জনার লেগে রয়েছে পিছে
অনেকে রয়েছে মিথ্যে নিয়ে, সত্য বেচে বেচে।
রক্তের সাথে বেইমানী কেহ, ধরে ছলনছলনী
আমানতের মাল খেয়ানত করে কলঙ্কিনী।
সুদ–ঘুষেতে লিপ্ত কত, ক্ষিপ্ত নহে সত্য
মিথ্যের মাঝে, চোখ পেতে, মিথ্যে খেয়ে মত্ত।
দূর্নিতীতে কত শিক্ষিত, টাকার পাহাড় গড়ে
গোল টেবিলে বৈঠক বসে, মিথ্যের রুদ্ধ ঘরে।
অবৈধ টাকার গাড়ি, কালো তেলে চলে
ভালো-খারাপ সবাই বুঝে, মিথ্যে শুধু বলে।