ক্ষুদিরামের ক্ষুদ্র জীবন
স্বাধীনতার সূচক রণ
ফাটালো বোমা দ্রোহী ধন
ফাঁসির মঞ্চে বিজয় বরণ।
দ্রোহীর হুংকার জোরসে বল
রক্ত তেজী হও আগুয়ান
নব পথিক চলরে চল
মহাবিজয় অপেক্ষামান।
বিশ্ব আমার বিজয় তুফান
রুক্ষদ্বার ভাংরে নবান
অত্যাচারীর বক্ষে লাথি
সত্যের সুভান জ্বালাও বাতি।
শোষক শোষণ মহামারী
মারবো লাখে অত্যাচারী
যুদ্ধ হবে বিজয়মর্দল
রক্ত তেজী উঠাও বল।
রাজার বাজি হটাও দল
ক্ষুদিরামের বক্ষে বল
নব রূপে সাজো কৃষাণ
যুদ্ধ হবে বিজয় নিশান।
ভাত কেড়ে নেয় মুখের তরে
বক্ষে পাথর যুদ্ধ জাগে
চোখ গলে নয় নরম সুরে
উচ্চকণ্ঠে ছুটবে বেগে।