যত বছর যাচ্ছে চলে
মরণ খুবই কাছে
উৎসবে মন নাহি ঠেঁলে
ইবাদতে রবো বেঁচে।

নতুন বছরে অনেক টাকা
করছে খরছ সবাই
খারাপ কাজে অনেক টাকা
রঙের ঘর সাজাই।

টাকার ঘরে রঙ উড়িয়ে
বড়লোকে নাচে
গরিবের চোখ রয়েছে নুয়ে
না খেয়ে বাঁচে।

সারারাত জেগে মাস্তি করে
ধোঁয়ায় উড়িয়ে টাকা
লাল পানির মরণ ঘরে
আউলা প্রেমে দেহ ঝাঁকা।

নতুন বছর সাজিয়ে সুখি
উৎসবে মন মাতে
না খেয়ে সব গরীব দুঃখি
রয়েছে অন্ধ রাতে।


সবাইকে নতুন বছরের শুভেচ্ছা,
ভালোবাসা রেখে গেলাম সবার কাছে। সবাই যেনো সুখে থাকতে পারি এই প্রত্যাশাই করি। আর সবাই সবার দুঃখে যেনো এগিয়ে আসতে পারি সেই চেষ্টাই করবো।
সবাইকে ২০১৯ সালের শুভেচ্ছা জানাই।