সাদা আলো, সাদা রঙ, সাদা আত্মা-মন
নষ্টদের হাতে সব অন্ধকার হবে কোনো এক দিন
কোনো এক দিন মানুষ—মানুষের মাংস খাবে
মানুষ—মানুষ নামেই থাকিবে অন্ধকার পৃথিবীতে_
নষ্টদের কাছে ক্ষমতা হস্তক্ষেপ হবে,
উগ্র হবে ক্ষমতা, ক্ষমতার টানাটানি মৃত্যুতে।
কোনো এক দিন কারো চোখে ঘুম থাকিবে না,
চোখ উল্কাপিন্ডের মত মাটিতে ধ্বসে পড়বে,
ধবংস হবে সব সব, নষ্টদের শরীরও_
কালো আলো, কালো রঙ, কালো আত্মা—মন।
নষ্টদের চোখ লাল হয়ে থাকবে_
দাঁতে রক্ত লেগে থাকবে—সাদা রক্ত, সাদা মাংস,
নক্ষত্রের মাঝে নষ্টদের চোখ পড়িবে,
ঘাসের মাঝে জিহ্বা ঘষিবে স্বাদ নিবে মৃতের।
ভাত থাকিবে না কোনো ঘরে, কৃষকের হবে মৃত্যু
রাখালের মুখ থেকে বাঁশি কেড়ে নিবে_
ভয়ংকর ভাবে বাঁশি বাজাবে নষ্টরা,
ব্লেকহলের মত হবে পৃথিবী,
পৃথিবী ঘুরিবে অন্ধকারে, নষ্টরাও নষ্ট হবে।
গ্রহ—উপগ্রহ কাঁপিবে, ধবংস হবে সৃষ্টির শুরুর মত
নষ্টেরা কালো থেকে কালো হবে—কৃষ্ণ কালো
সৃষ্টি সব স্রষ্টার কাছে চলে যাবে_
কালো আলো, কালো রঙ, কালো আত্মা—মন
সাদা আলো, সাদা রঙ, সাদা আত্মা—মন
সব শরীর, সব-সব মহা সৃষ্টি, স্রষ্টার কাছে যাবে।