নদী বহে,নদী কহে
মানব, আবর্জনা আর দিওয়ানা ঠেলে।
আমার বুক থেকে সব নিয়ে যাও
শুধু জীবন ফিরিয়ে দেও।
আবর্জনা ঠেলে ঠেলে নিঃশাস থেমে যায়
চোখের মায়া বেড়াজালে,গড়াগড়ি দেয়
কেহ দেখেনা আমায়,আমার দুখ
শুধু আনন্দ খোঁজে, আমায় খোঁজে না।
মানব তোমাদের কাছে আকুতি
আমার জীবন ফিরিয়ে দেও–সব নিয়ে,
আর দিওনা আবর্জনা ঠেলে।