দেখছো না কেন চোখের জলে বাসছে কত ব্যথা
আমার ব্যথা মনের ভেতর দেখা যায় না সেথা
যেথায় আকাশ নামছে একা
ভিষণ মুখের কথা
সর্প বিষের ব্যথা।
আমার চোখের জল পড়ছে নাকো
দেখছো না জড় ব্যথা?
মনের ব্যথা মনে মনে, শুনছে না কেউ কথা।
আড়ালে মোর দুঃখরা সব
সুখের বাসর মরা
দুঃখ যত্নে গড়া।
নিরব ব্যঞ্জনা সৃষ্টি করে সর্ব প্রাণে চাহে
আমায় নিয়ে এত নিয়ম, নিয়ম গলায় গাঁথে
ভাতে নিয়ম, চোখে নিয়ম, নিয়ম মরা ঘাতে
যন্ত্রণাতে নিয়ম বাঁধা, যন্ত্রণা মোর কাঁদে।