কেমন আছি, কোথায় আছি, কে নিলো খবর?
এই পৃথিবী আমায় হারাবে, অন্য পৃথিবীর সাদর,
মাকড়সার জালে আটকানো স্মৃতি
কে নিলো খবর, কে দিলো কবর।
সব জানালা খুলে দিলাম রঙ্গের উষ্ণতায়
আমার কপাল যার কপালে মেখেছিলাম
সে আমায় খোঁজে অন্ধকার কবরে।
তোমরা এক দিন খুজিবে আমায়
তোমাদের হাসিমুখের দিন গুলোতে
আমার হাসিমুখের মায়া তোমাদের চোখ কাঁদাবে
তোমরা চিৎকার করে কাঁদিবে আমায় ভেবে
আমার শেষ নির্বাসন নীরব কবরে।
খবর নিও কত ঘাস ফুল ফুটে আছে
আমার বক্ষছেদিয়া তোমাদের চোখে,
সাদা বক আর ঘুঘু পাখিরা বাসা বেঁধেছে,
আমার নির্বাসনে, সবুজ ঘাস মুড়িয়ে
সাদা,কালো,নীল,ধূসর আকাশ বুকে নিয়ে।