নিঃস্বার্থ যে জন, সে জন মা
স্বার্থ ছাড়াই করছেন লালনপালন"
পরজন-স্বজন স্বার্থের আদর_
স্বার্থ মনে রাগ-আপদ।
টাকা না থাকিলে কে আছে সাথে?
সে জন মা, জন্ম ধারিণী মা_
প্রয়োজনে ভিক্ষা করে অন্ন দ্বারে
মা ছাড়া কেউ নেই নিঃস্বার্থ; ভবে।
মাগো, তুমি সে জন যে জন বেহেশতের দান
খোদার আরশ লয়ে এসেছ
মায়া,আদর,কোমল মন- নিঃস্বার্থে
মাগো তুমি জন্ম ধারিণী,
খোদার দেওয়া শ্রেষ্ঠ সম্পদ।
এই ভবে সবাই স্বার্থ চাহে
পরজন-স্বজন যতই ভাবি আপন
সে ভাবে, মনে রাগ-আপদ।
কেমন আছি, কেমন থাকি
মুখ দেখে বুঝে যায় সে জন
যে জন মা জন্ম ধারিণী মা_
মাগো, তুমি নিঃস্বার্থ, তুমি শ্রেষ্ঠ।