অন্ধকারের ভাজে ভাজে কালো রাত
লক্ষী প্যাঁচাটির ঘুম নেই
সাতটি তারা দেখে দেখে সারা রাত
আমিও জেগে থাকি!
রাত বলে কেউ দেখেনা অন্ধকারের ভাজে
শত রাত দুঃখরা সাজে—
শুকনো পাতার শব্দ বাজে।
সারা শরীর শীতল করে দেয় নরম বাতাস
গরম সিগারেট নরম ঠোঁট কালো করে
রাতে শুধু আগুনের কণিকা দেখা দেয়
ধোঁয়া মিশে যায় অন্ধকারের ভাজে ভাজে।