মুখে আটকে থাকা নিকটিন
নিশ্বাসের সাথে খোঁজে হারিয়ে যাওয়া ভালোবাসা।
কালো ধোঁয়ায় উড়িয়ে দেওয়া জীবন
লাভ খোঁজে না, ভালোবাসার কাছে।
আলোর শহরে আলো নিবে–কে, যে নীরবে
স্মৃতিরা জমাট বাধে জং ধরা ব্রিজে
রাস্তার উল্টো পাশে ধোঁয়ার মত
তোমার ছায়া অভিশাপ দিয়ে যায়–মিথ্যে।
নিকোটিনের বি'শাক্ত ক্যান্সারে ভালোবাসা মরেণা
সত্য ভালোবাসা মুখ থুবড়ে পড়ে থাকে
কংক্রিটের শহরে,কালো ধোঁয়ার আড়ালে
টং দোকানের পিছনে,নিঃশ্বাসে নিকোটিন মিশিয়ে।