অবলার শির নত করে
বাহু বলের সম্মুখ্যে;
নির্যাতিত লক্ষ্য নারীর সংসারে
বিসর্জিত প্রাণ শিশিরের মত
অকালে ঝড়ে।
কান্নার জলে মুছে যায় সাজানো কাজল
পান্নার দল আকাশে উড়ে বেড়ায়
নাহি বল, কোন ঘরে চল
অকালে প্রাণ ঝরায় কুলাঙ্গারের দল।
যৌতুকের লাগি আজও বুজি প্রাণ ক্ষয়ে
কুলাঙ্গারের হাতে-ভাতে, মরণ কাঁদে ভয়ে।
নারীর জীবন অস্বাদ তরে, বহু কালে কালে
নারীর সংসারে অকাল মৃত্যু, নির্যাতনের কোলে।
আজও বুজি প্রাণ ক্ষয়ে যৌতুকের তরে?
নির্যাতিত নারীর দুঃখ, উড়ে আকাশে–বাতাসে
কোন কালে বুঝিবে মানুষ, সারা বিশ্ব জুড়ে?