মোয়াজ্জেমের আজানের ধ্বনি শুনিয়াছি আমি
নামাজ পড়িতে আস, নামাজ সর্ব দামি।
ঘুমের ঘরে থাকিও না হে মমিন–মুসলিমেরা
নামাজ বেহেস্তের চাবি,মরো না নামাজ ছাড়া।
সুখেরও সন্ধানে যাও,যাও কোন সে ঘরে
যে ঘরে ইমান–শান্তি, ইসলামের তরে।
নামাজ বেহেস্তের চাবি,সেজদায় নেও খোঁজে
মোনাজাত তুলে, কেঁদে কেঁদে চোখ ভিজে ।
যে ঘরে সুখ–শান্তি, মসজিদ ছাড়া কি আছে বলি
আজানের ধ্বনি ডাকিতেছে, আস মুসলিম কলি।
পুষ্পের মত মন খানি তব, মলিন হয়ে যায়
নামাজ পড়িয়া, কলবের ধুলি পবিত্র হয় গায়।
নামাজ ছাড়া পাবো না কো বেহেস্ত–স্বর্গের সোপান
বেহেস্তের চাবি, নামাজের তরে,খুঁজিয়া কর সন্ধান।
আজানের ধ্বনি কানে আসে করুণ সুরে ডাকে
অবহেলা নহে নামজের তরে,পড়িব নামাজ ঝাঁকে।