জয় জয় জয়ের ধ্বনি শুনেছিলাম একাত্তরে
স্বাধীন বাংলা শোষকের হাতে
শাসক হয় অন্ধজীবি, নাগরিক মরে ভাতে।
স্বাবধীন দেশে স্বাধীনতার হাত—পা বাঁধা
বাকরুদ্ধ সত্য মানুষ, মিথ্যের কাব্য লেখা
নাগরিক আজ ঘরের গোয়াল, শিক্ষিত গাধা।
নাগরিকের চাল চুরি করে প্রশাসনের আমলা
মাথার ঘাম ভাতে পড়া সে হয় কামলা।
শাসকের তিনশত মুখ হা করে আছে
কি খাবে, কাকে খাবে, নাকি সারা দেশ খাবে?
দেশটাকে গিলে খাবে?
নাগরিকের মল খাবে, স্বাধীনতা মেরে দিবে
নাগরিক কেঁদে মরে ঘামে মিশ্রিত ভাত খাবে
শোষকেরা দেশপ্রেম মেরে যাবে।
স্বাধীন দেশে স্বাধীন ভাবে মারছে কত মানুষ
মানুষের আত্মা উড়ে বেড়ায় আগুন জ্বলা ফানুস
একাত্তরের স্বাধীনতায় দিলো যারা প্রাণ
শোষকের হাতে মানুষ মরে, গায় জয় জয় গান।