মৃত্যুতে যে সমাপ্তি দেহের স্তম্ভ কাটি
সাড়ে তিন হাত মাটি,তুচ্ছ সব আঁটি।
এ জগত কি দু’দিনের আবাস ভূমি?
কীর্তিতে মুক্তি , জীবনের ভার্সর জুতি
সু-বাসে কাটবে জীবন আলোক–দীপ্তি।
জগতে করেছে দান,জগত বাসিনী-
মানব রূপে ব্যাকুল মোরা জগতের–
দাশি! (মোরা সৃষ্টির–শ্রেষ্ট জীব মনিষী)
মোরা দু’দিনের মুসাফি,সৃষ্টি খোদার
জীবন মোদের ক্ষুদ্র,ভালো–মন্দ পৃষ্ট
ভালো কাজে লিপ্ত নহে,রক্ষের প্রদিষ্ট।
ভালোর মাঝে কাটলে জীবন,মৃত্যুতে–
ও-সুখ। সাড়ে তিন হাত মাটির ঘর
মানবের জন্য পাটি মৃত্যুও যে খাঁটি।
সনেট।
শেক্সপিয়ার বা মাইকেলের পদ্ধতির সনেট না এটা আমার মনের সাজানো সনেট।