চিৎকার করিয়া কাঁদিয়া উঠিলো মমতাময়ী
দুঃখী বাঙ্গালীর লাগিয়া ঝরিতেছে জল করবীর।
মমতাময়ীর বক্ষছেদিয়া উদীয়মান রবি
জড়িয়া ধরিলো বাঙ্গালীর বুকে হাসি মুখ ছবি।
বাঙ্গালী বাঙ্গালী বলিয়া চিৎকার করিলো
মমতাময়ীর মুখে হাহাকার বুলি
বাংলার বুকে লাল সবুজ পতাকা উড়াইলো
মানচিত্রে রক্তমাখা বাঙ্গালীর পায়ের ধূলি।
একাত্তরে দেখেছিলো স্বপ্ন বাংলার মহা নায়ক
বাঙ্গালির চোখ হাসিবে, উঠিবে রবি রক্ত মাখা বুক
স্বপ্ন পূরণে চোখ রাখিলো মমতাময়ীর আদর
কাঁদিবে না একটিও চোখ গায়ে দিবে সুখের ছাদর।
নিজের লাগি কাঁদিল না মমতাময়ীর মায়া চোখ
কাঁদিল বাঙ্গালী বাঙ্গালী বলিয়া, হৃদয় মাখা দুখ
নিজের ঘরে কাঁদিতেছে মানুষ হয়ে সাদা-কালো ছবি
বাঙ্গালীকে করিলো চোখের মনি, উঠিলো গগন রবি।