মহানগরীর যান্ত্রিক কোলাহলে
ছোট্ট ছেলেটির ইতিহাস–ফুটপাত জানে;
না খাওয়া কত রাত, ভাত জানে,
করুণ চোখ দেখেনা কেউ, কান্নার জলে।
ময়লা টিশার্ট, শরীরের গন্ধ, কে জানে?
কত রাত ঘুমায়নি,অন্ধকারে।
কুকুরের সাথে বন্ধু করেছে, ফুটপাত,ডাস্টবিনে
কেউ দেখেনা, কেউ শুনে না
চিৎকার যেন বোবা কান্না,
ধূলো জমা চোখ,জীবনের হিসাব গুণে।
খোলা জানালা, বদ্ধ দুয়ার,
না দেখা সুখ, অসুখের বেজা রুমালে নাক।
ফুটপাতে বেড়ে উঠা ছোট্ট ছেলেটিও মানুষ;
সে হেসে–হেসে কাঁদে, দুঃখেরে করে সাদর
কে বুঝে তার আত্মবিলাপ–নয়নে মাখানো আদর,
কে জানে তার রং, ভিতরে উড়ানো ফানুস।