মায়ের জন্য পান আনিতে
গেলাম ভোলার হাঁটে
পানের চওড়া দাম উঠেছে
বাঁধ লেগেছে বাটে।
কয় দিন ধরে পান নাহি ঘরে
মায়ের মুখে সাদা
পানের খোঁজে বের হয়েছি
পান নিয়েছি গাঁদা।
মায়ের মুখেতে হাসি ফুটেছে
লাল হয়েছে ঠোঁটে
দুগালেতে পান চিবিয়ে
স্বাদ রসেতে বাটে।
মায়ের ঠোঁটেতে রঙ মাখানো
লাল হয়ে আছে
ঠোঁট দুটোতে রক্ত জবা
পানের স্বাদ চুষে।
রচনা, মোহাম্মদপুর, ঢাকা
লিমিটেড—২, ব্রিজে বসে লেখা।