মানুষ সবাই কেমন জানি নষ্ট হয়ে যায়
নষ্ট পথে চলছে ঠেলে, মনুষ্যত্ব গিলে খায়
রক্ত দিয়ে নেশা করে, মানুষ মারে হায়
দিনে দিনে পশুর স্বভাব মাখে হৃদয় গায়।
মানুষের গর্ভে মানুষের জন্ম, মানুষ হয় পশু
সে মানুষপশু মানুষ মারে, মারে অবুঝ শিশু
পাপের বীর্যে জন্ম নেওয়া, সে নয়তো পাপি
জন্ম দেওয়া মানুষ সে যে বেড়ায় সমাজ দাপি।
অত্যাচারীর মানুষ গুলো মানুষ নাহি হয়
মানুষপশু জুলুমকারীর মুখে বড্ড ভয়
রক্ত পিসাচ মানুষ রুপি জোঁকের সাম্য হয়
সমাজ রাষ্ট্র তিলে তিলে ধ্বংস করে ক্ষয়।
বদ্দর পোশাক মুখোশ পড়া পাপের গন্ধ গায়
কালো টাকার রাজপ্রাসাদে ঘু—গোবর খায়
মানুষ মারার টিকেট তারা নিয়েছে আজ হাতে
আজরাইলের সাথে সন্ধি করে মানুষ মারে ভাতে।
ঘুষখোর, সুদখোর, জুলুমকারীর মেলা
বাংলার বুকে অমানুষ তারা করে কুত্তার খেলা
বেলা অবেলায় মানুষ মারে, কামড়ে খায় মাংস
টাকার নেশায় কত পরিবার করেছে তারা ধ্বংস।