এক, দুই, তিন, কত লাশ
লাশের স্তুপে আমিও লাশ
সবাই এক দিন হবে লাশ
কেউ চেনা লাশ কেউ অচেনা
কেউ বেওয়ারিশ লাশ, অজানা
ক্ষত লাশ, রক্তাক্ত লাশ
লাশের স্তুপে লাশ,কত লাশ
সবাই এক দিন হবে লাশ
মানুষ সবাই অচেনা লাশ।
লাশে চেনে না অন্য লাশ
লাশে করে টাকার চাষ।
মাটিতে রুদ্ধ লাশ, বাতাসে গন্ধ
লাশে লাশ লাশের চোখে অন্ধ।
লাশ হাঁটে, লাশ উড়ে আকাশে
লাশ ভিক্ষা করে, রঙ বাতাসে।
মাটির ঘরে লাশ, মাটির লাশ
মানুষ লাশ, মাটির দেহ লাশ।
মানুষ সবাই লাশ, লাশের রঙ_
কত বৈচিত্র্য, লাশে করে ঢং।
লাশের আফসোস, লাশের কষ্ট
লাশের আনন্দ, লাশ পথ ভ্রষ্ট।