আমার ভিতরের অমানুষটাকে লালন করতে-করতে
চারদিকের বৈষম্য হারিয়ে গেছে ।
জীবনের গতী বুজতে- বুজতে
মনুষ্যত্বের খুব বাহিরে চলে গেছি ।
অমানবিকতার নির্ভয়ে নিজেকে মানুষ ভাবিনী ।।
বিবেক মরতে- মরতে, মানবতা নিস্তেজ
মরনের আগেও অমানবিকতার যোগ ফল সতেজ ।
টাকা- পয়সা সবি তুচ্ছ কখনও ভাবিনী- স্বচ্ছ
দিন শেষে কিছুই নেই , বিয়োগ গুচ্ছ ।
কালো চোখে আলো জমানোর চেষ্টা
সূর্যের কাছে চাঁদ ঋণী, শোধ করার নাই তেষ্টা ।
আমার ভয়ে, আমার ছায়াও শঙ্কায়
মনুষ্যত্বরা মৃত্তিকায় লুকায় ।
আমি মানুষ 'চকচকে', ভিতরে থমকানো ছবি
কালো আঁধারের ভিড়ে লুকিয়ে আছে রবি ।
আমার হাসিতেও কেমন জানি ভয়- ভয়
ভিতরের অমানুষ করে মন ক্ষয়- ক্ষয় ।
আমি নিজেকে দেখে ভয় পাই- অন্ধকারে
আমি হতে চাই মানুষ, মহা মানবের ঘরে ।
আমি হতে চাই অভয়, মানুষ বুকে টেনে
আমার আমাকে গড়তে চাই, মনুষ্যত্বের দিনে ।
মানবতার পাশে, মানুষে খুব কাছে- মনের ভিতরে
আমার ভিতরে আমি মনুষ্যত্বকে লালন করতে চাই,
সত্যের আলো জ্বেলে, অমানুষটাকে মেরে ।