মানবতা তুমি শ্বেতশার্দূল; পাহাড়, বন
সুন্দরী জঙ্গলে তোমার পদার্পণ
তোমাকে দেখা বড় কষ্ট সাধ্য
তুমি দানবতার মুঠোয় অবাধ্য।
তুমি মানবতা, তুমি সত্য মানবের হুংকার
দানবতার মুঠোয় মানবতার আর্তনাদ
খোঁজে কাঁতর মায়াবী আঁখর
জল মাখা চোখ কাতরায় হয়ে উন্মাদ।
তুমি শ্বেতশার্দূলের মত কত রঙের?
কখনও সুখ কখনও দুঃখ কখনও জঞ্জাল
মনের অজান্তে উড়ে যাও নীলাচল
কখনও গাংচিলও ভয়ংকর রঙ দেখায়।
মানবতা তুমি যখন শ্বেতশার্দূল অন্ধ চোখে
অন্ধের হাত ধরে এগিয়ে যাও,
বন্ধী হও দানবের রক্ত মাখা মুঠোয়
তখন মনুষ্যত্ব শুঁকুনের পিঠে ভর করে।
মানবতা-দানবতার মুঠোয় শুধু কাঁদে
তুমি মানবতা শ্বেতশার্দূলের মত
কখনও এই শহরে কখনও অন্য শহরে
খোঁজে মমতা, খোঁজে হারানো সভ্যতা।