শরীরের সাথে শরীরের গাঁথনি
মনের সাথে মনের আর কত দেরি?
প্রেমের সাথে অবহেলার আড়ি
প্রেম পিপাসায় জীবন কোরবানি।
তুমি আমার, আমি তোমার, শ্রেষ্ঠ বিশ্বাস?
তুমি ভাবো কার লয়ে, তোমার আশ্বাস।
তোমার নিশ্বাসে,বিশ্বাস খোঁজে-উদাস
প্রেম বুঝি এমনি না দেখিলে মন হায় হুতাশ।
লাশ কাটা ঘরে আমার লাশ
মনের ঘরে তোমার বাস,
দেহ কেটে চার পাশ,
মন যে আমার যায় নারে কাটা, খোলা আকাশ,
হয়ে যাক ক্ষত-শত, বহে প্রেমের বাতাস।
ক্ষত-বিক্ষত মন, রক্তাক্ত শরীর
মস্তক ছিন্নভিন্ন, খন্ডিত শীর।
খবরের পাতায় বেওয়ারিশ লাশ_
নেই কোন তালাশ,
পাঠকের মুখে দীর্ঘশ্বাস।
পোস্টমর্টেমে কোন বংশের বাস
বিস্ময়কর, দেহের ভিতরে প্রেমের সর্বনাশ!
অজানা তথ্য, অতীতে প্রেমের চাষ,
স্বর্গ-নরক কোন পাড়ে বাস?
কেয়ামত থেকে কেয়ামত তোমার লাগি দেই ফাসঁ।