ওরে দাদা,
লাল বউ আমার খেপেছে
গাল দুটো যে ফুলেছে
কথায় কথায় মুছকি হাসে
আবার আমায় ভালোবাসে।
ওরে দাদা,
এবার দেখি পুরাই খেপা
ঠোঁট দুটোযে কাঁপা কাঁপা
লম্বা চুলে গোলাপ গাঁথা
কান দুটোযে শুকনো পাতা
নাকের ডোগায় লাল হয়েছে
লাল বউ আমার খুব খেপেছে।
ওরে দাদা,
লাল বউ আমার পাগলা খেপা
ছুটছে প্লেট পাতিল চাপা
হেসে হেসে মুখটি বাঁকা
চোখ দুটোতে কাজল আঁকা
বড্ড বেশি ভালোবাসা।
লাল বউ আমার লক্ষ্মী চাষা।