কবিতারে নিয়ে সংসার মনে
ঘরে রয়েছে বউ
লাল বউয়ের ভালোবাসা সব
কবিতাতে ঢেউ।
এমন বউ চাহি আমার ঘরে
ভালোবাসে কবিতা
কবিতার মাঝে বউয়ের ছবি
রবে সংসারে মমতা।
লাল বউয়ের নলক ফুলের
কবিতার হবে ছন্দ
মুখের হাসি কবিতার চাষা
ভাবের হয়েছে চন্দ্র।
কবিতারে নিয়ে সংসার হবে
রন্ধন করিবে কন্দ
বউয়ের শরীর লাল হইবে
উড়িবে পোড়া গন্ধ।
লাল বউ আমার রবে পাশে
কবিতার মত করে
কবিতার মাঝে বউয়ের কথা
ফুটিবে বারে বারে।
লাল বউ আমার নীল শাড়িতে
সবুজ ফুলে সাজে
কবিতার মাঝে এঁকেছি তারে
পায়ে নূপুর বাজে।
রচনা, মোহাম্মদপুর, ঢাকা
লিমিটেড—২, ব্রিজে বসে লেখা।