বোনেরে সাজিয়ে কনের সাজে, বাড়ির বাবিরা মিলে
চাঁদেরবতি আমাদের ঘরে অপরূপ নীলে- নীলে ।
বাবিদের মুখে আহ্ আহ্ ; কি অপরূপ- রূপে
নানিদের মুখে টিটকারি, নীলে লাজে চুপে- চুপে ।
বর এসেছে বর এসেছে এই বলে সব ছুটে
বরের মুখে শরবৎ দিবে শ্যালিকারা সব খিটে।
জামাই বাবু মুখ ঢেকেছে লজ্জায় চোখ ভুজে
শ্যালিকারা টানাটানি মান দিয়ে যাও গুজে ।
জামাই বাবুর পকেটে টাকা, বের করে দেও চুপে
শ্যালিকারা সব মহা খুশী হাসা-হাসি করে দুপে ।
দুলাভাই আসেন এবার বসেন বিয়ের পিঁড়িতে
রূমাল স্মরিয়ে হাসেন তবে, দেখি আপনার মুখেতে।
লোকের মুখে কানাকানি রাজপুত্র এসেছে
নীলে বড় ভাগ্যবতী এমন জামাই পেয়েছে ।
আমাদের নীলে কম কিসে; চাঁদ গিয়েছে হেরে
নীলে পাশে বসেছে এবার লজ্জা পাওয়া বরে ।
কাজী আপনে শুরু করেন বিসমিল্লাহ্- কবুল দিয়ে
মুনাজাত দিয়ে;খানাপিনা শুরু,পোলাও কুরমা ঘিয়ে।
বিয়ে তবে শেষ হলো আজ, আনন্দ মোখর সবে ।।
নীলে কান্দে, মায়ের বুকে, মুখ ছেপে- ছেপে
মা কান্দে মেয়ের লাগি, ভাইয়ে কান্দে চুপে ।
ছেলেটি আজ বড় শান্ত একা একা লাগে
বোনে গেলো কত দিন হলো, আনবো গিয়ে মাঘে ।
বোনেও আছে পথ চেয়ে ভাইয়ে আসবে কবে ।।
ভাইয়ের লাগি বোনের মন চটপট করে ।।
যারা প্রথম ও দ্বিতীয় খণ্ডটি পড়েননি আশা করি পড়ে নিবেন তাহলে কাহিনীটা বুঝতে সুবিধা হবে ।