হাতে টাকা তবুও কষ্ট!
টাকা নেই পথ ভ্রষ্ট।
কষ্ট ক্রয়ে কোন দাতা
বিক্রেতার হাত লক্ষ্মী মাতা।
সুদে কষ্ট নিবে কে
মাংনা দিলেও চক্ষু বাঁকে।
কষ্ট যদি না পাই ভাই
সুখের দাম বুঝিব নাই।
আমার কষ্ট মনে করে ক্ষত
নিলাম বিহীন কষ্ট শত।
কান্নার জল অদৃশ্য
মনের জল ভিতরে বোবা দৃশ্য ।
সুখ বলি আর দুঃখ বলি
শান্তি-অশান্তির মানুষ গুলি।
কোন ঘরেতে দীপ্ত জ্বালি
সব ঘরেতে দুঃখ মা কালি?
আলো বলি আর কালো বলি
এপিট ওপিট ছাড়া জীবন বলি।